শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন
গত ফেব্রুয়ারিতে পশ্চিম তীর ও জেরুসালেমে ফিলিস্তিনিদের ১৮৭টি স্থাপনা ধ্বংস ও বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।
হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি মিডিয়া সেন্টার থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ৯ জন ফিলিস্তিনির স্থাপনাগুলো ভেঙে দিয়েছে দখলদার বাহিনী। কারণ হিসেবে তারা দেখিয়েছে এসব স্থাপনাগুলো অনুমতি ছাড়াই নির্মিত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব ধ্বংসপ্রাপ্ত স্থাপনা গুলোর মধ্যে রয়েছে পাথরের তৈরি দেয়াল, আবাসিক কক্ষ ও মসজিদ।
এছাড়াও ফিলিস্তিনিদের প্রায় ৬০টি স্থাপনার নির্মাণ বন্ধের আদেশ করা হয়েছে। যার মধ্যে অন্যতম শহীদ হোসেন কারাকের পারিবারিক বাড়িটি।
সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার