শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৫১ অপরাহ্ন
আযানের শব্দে মাথা ব্যথা করে- এমনই তীব্র আপত্তিজনক মন্তব্য করেছেন ভারতের বিজেপিশাসিত কর্ণাটকের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা ও বিধায়ক কেএস ঈশ্বরাপ্পা।
একইসঙ্গে তিনি তীব্র আপত্তিকর মন্তব্য করে বলেন, আল্লাহ কী বধির যে আপনি মাইকে চিৎকার করেন? আপনি যখন মাইকে চিৎকার করেন তখনই কী আল্লাহ আপনার কথা শুনতে পান?
জানা গেছে, উগ্র বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা সম্প্রতি একটি সভায় বক্তব্য দিচ্ছিলেন, তখনই কাছাকাছি একটি মসজিদ থেকে লাউডস্পিকারে আযান শুরু হয়। এরপর তিনি তার বক্তব্যের মধ্যে আযানকে কেন্দ্র করে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, আমি যেখানেই যাই, এর (আযান) জন্য মাথাব্যথা হয়।
বিজেপির ওই নেতা এর আগেও বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেছেন। ১৮ শতকের মহীশূর শাসক টিপু সুলতানকে ‘মুসলিম গুণ্ডা’ হিসেবে মন্তব্য করেছিলেন।
দুর্নীতি এবং একজন ঠিকাদারের আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় গতবছর এপ্রিলে পদত্যাগ করতে বাধ্য হন কর্নাটকের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা।
সূত্র: পার্সটুডে