শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

১৭ বছর পর ইসরাইলী কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি বৃদ্ধ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগার থেকে ১৭ বছর পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের নাগরিক ফুয়াদ শুবাকি। তিনি দখলদারদের কারাগারের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন। তার বর্তমান বয়স ৮৩ বছর।

সোমবার (১৩ মার্চ) ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের একজন প্রতিনিধি এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাইলের আশকেলন কারাগার থেকে ফুয়াদ শুবাকি মুক্তি পেয়েছেন। তিনি দখলকৃত পশ্চিম তীরের রামাল্লার পথে ইতিমধ্যে রওনা হয়েছেন।

এদিকে শুবাকির মুক্তিতে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

উল্লেখ্য, ২০০৬ সালে গাজার উপকূলীয় অঞ্চলে জাহাজে অস্ত্র পরিবহন করার অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়। জাহাজটিকে ইসরাইল লোহিত সাগরে আটকে দেয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী এ জাহাজটিতে ৫০ টন অস্ত্র ছিল। যার মধ্যে স্বল্প-পাল্লার কাতিউশা রকেট, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ও বিস্ফোরক ছিল।

সূত্র: পিও এবং দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com