শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৫৬ অপরাহ্ন

আমার দেখা মাওলানা মাহফুজুল হক দা.বা.

  • সৈয়দ শামছুল হুদা
বর্তমান সময়ে যে ক’জন আলেম সম্মান, মর্যাদা, আস্থা ও বিশ্বাসের শীর্ষে অবস্থান করছেন তার মধ্যে মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতাহুম অন্যতম। কাছে থেকে উনাকে দেখার সুযোগ খুব কমই হয়েছে। যতটুকু মিশেছি, যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, তাতে আমার কাছে মনে হয়েছে- মাওলানা মাহফুজুল হক সাহেব অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, প্রখর স্মরণশক্তি, সদা হাস্যোজ্জ্বল, সকলক্ষেত্রে ভারসাম্যপূর্ণ মানুষ।
তিনি একদিকে কর্মীবান্ধব মানুষ, অপরদিকে সঠিক সিদ্ধান্ত দিতে পারঙ্গম। কোনো আবেগ নেই, উচ্ছাস নেই, আবার নেই কোনো প্রকার হতাশা বা ভেঙ্গে পড়া। তিনি যখন কথা বলেন তখন খুব ভারসাম্যপূর্ণ কথা বলেন। যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন, তখন সঠিক ও যথাযথ সিদ্ধান্ত দেন। তিনি শত্রুর সাথেও হাসি মুখে কথা বলতে পারেন, মিশতে পারেন, একসাথে বসতে পারেন আবার খুবই ঘনিষ্ট বন্ধুর সাথেও ভারসাম্য রক্ষা করেই খাতির-যত্ন করেন।
তিনি শুধু শাঈখ পরিবারের অভিভাবকই নন, তিনি বর্তমান বাংলাদেশের লাখো আলেমের বিশ্বস্ত ঠিকানা। তিনি এমনই একজন মানুষ যার ওপর বিশ্বাস রাখা যায়, নির্ভর করা যায়। তিনি কর্মীকে ফেলে যেমন চলে যাওয়ার মানুষ নন, তেমনি কারো অতি আহ্লাদিতে বিগলিত হওয়ার মানুষও নন। একজন আলেমকে চতুর্দিক সামাল দিয়ে বিচক্ষণতার সাথে যেভাবে সবকিছু ঢিল করতে হয়, ঠিক তেমনিই তিনি।
শারীরিক গঠন যেমন সুন্দর, তেমনি পোশাক-আষাকও একেবারে সাদামাটা। কোনো ধরনের বাড়তি পোশাকের বাগাড়ম্বর নেই। তিনি কাউকে খুব তুচ্ছ করে কথা বলেছেন এমনটা কখনো দেখিনি। প্রচন্ড ঝড়ের মধ্যেও তিনি হাস্যোজ্বল অভিভাবক। খুব আনন্দঘন পরিবেশেও তিনি একেবারেই স্বাভাবিক। এমন বিরল ব্যক্তিত্ব বিভায় তিনি সত্যিই আলোকিত।
তিনি তাঁর নামের যথাযর্থ হেফাজতকারী। হকের হিফাজতকারী হিসেবে ইতিমধ্যেই অনন্য উচ্চতায় আসীন হয়ে গিয়েছেন। শত্রুরা তাঁকে খাঁদের কিনারে বারবার ফেলে দিতে চেয়েছে। কিন্তু তিনি এমন এক ব্যক্তি যাকে গ্রহণযোগ্যতায় হারানো কঠিন। তাঁর বলিষ্ঠ কণ্ঠ, স্পষ্ট উচ্চারণ, জড়তামুক্ত বক্তব্য সত্যিই অসাধারণ। এ পর্যন্ত তাঁকে কখনই দেখিনি তিনি কোনো বিষয়ে অতিরঞ্জন করেছেন। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক সকল ক্ষেত্রে দায়িত্ব পালনে নিখুঁত নেতৃত্ব দিয়েছেন। নেতা, কর্মী, বন্ধু, পরিবারের সকলকে তিনি অভিভাবকসুলভ আচরণে আগলে রেখেছেন।
আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ হায়াত দান করুন। দীনের অতন্ত্র প্রহরী হিসেবে আরো অনেক বেশি কাজে সম্পৃক্ত থাকার তৌফিক লাভ করুন সেই দুআ করছি। আগামী দিনেও আশাকরি, এখন যেভাবে সবদিকে চৌকান্না থেকে সামলে যাচ্ছেন, আগামী দিনেও তিনি এভাবেই চলবেন সেটা আশাকরি। তিনি এখন শুধু মাওলানা মামুনুল হকের বড় ভাই নন, তিনি গোটা বাংলাদেশের দীন দরদী মানুষের সম্পদ। তিনি শুধু শাঈখ পরিবারের অভিভাবক নন, তিনি মুসলিম উম্মাহর শক্তি ও প্রেরণা। আশা করবো, তিনি আরো বেশি উদার হবেন, আরো অনেক বেশি ছাড় দিয়ে সবাইকে স্নেহ ও ভালোবাসার ডুরে আগলে রাখবেন। এমন একজন যোগ্য রাহবার পেয়ে আমরা সত্যিই খুশি।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com