নিজস্ব ডেস্ক:
- ১৯ মার্চ, ২০২৩ /
নরসিংদী রায়পুরায় সামাজিক সংগঠন ‘ওলামা পরিষদ আদিয়াবাদ’-এর ২০২৩-২৪ ইং সেশনের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার (১৮মার্চ) দুপুর দুইটায় সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাধাগঞ্জ বাজার জামে মসজিদে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে সকলের পরামর্শক্রমে সংগঠনটির আগামী দুই বছর মেয়াদী কার্যকরী নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা মাওলানা মাসউদুর রহমানকে সভাপতি এবং হাফেজ উবায়দুল্লাহকে সাধারণ সম্পাদক এবং মুফতি সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রাখা হয় মাওলানা আব্দুল মাজিদ, মাওলানা হারিসুল হক,মাওলানা নুরুল ইসলাম, মাওলানা বাহাউদ্দিন আল হাবীব, মাওলানা লোকমান হোসাইন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আব্দুল কবির, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা কবির হোসেন, মাওলানা আবু সিদ্দিক, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম প্রমুখকে।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে মাওলানা গুলজার আহমেদ ও মাওলানা হাবিবুল্লাহ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলামকে মিডিয়া/প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ও আরাফাত নুরকে ঘোষণা করা হয়।
জরুরি এই বৈঠকে সভাপতিত্ব করেন তালিমুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা হারিছুল হক।
সভায় বক্তাগণ বলেন, বর্তমানে আমাদের সমাজে নানান কুসংস্কার ও অশ্লীলতায় ভরে গেছে। নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটেছে। খুন ধর্ষণ , চুরি-ডাকাতি ও অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এ পরিস্থিতিতে আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আদর্শবান মানুষ এবং দ্বীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের এই উদ্যোগ।
সংগঠনটির প্রচার/মিডিয়া বিষয়ক সম্পাদক গণমাধ্যমকে জানান, ‘ওলামা পরিষদ আদিয়াবাদ’ সম্পূর্ণ রাজনীতিমুক্ত সচেতন একটি দ্বীনি ও সেবামূলক সংগঠন। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের কল্যাণমূলক কাজ যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে বাস্তবায়িত হবে। দল মত নির্বিশেষে সব ধরনের ওলামা, আইম্মা ও অসহায় গরীব দুঃখী সকলের সেবায় নিয়জিত থাকবে ইনশাআল্লাহ।
উক্ত কমিটি গঠন উপলক্ষ বৈঠকে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আদিয়াবাদ ইউনিয়নের সর্বস্তরের আলেম ওলামা ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।