শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন

গাইবান্ধায় যুব মজলিস ঢাকা মহানগরীর তরবিয়তি সফর অনুষ্ঠিত

যুবকণ্ঠ ডেস্ক:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ইউনিয়নে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর তিনদিনের তরবিয়তি সফর অনুষ্ঠিত হয়েছে।
দাওয়াত, জনশক্তির আমলি ও সাংগঠনিক তরবিয়ত এই তিন লক্ষ্যকে সামনে রেখে গত বৃহস্পতি থেকে শনিবার (১৭-১৯ মার্চ) পর্যন্ত নিয়মতান্ত্রিক ত্রৈমাসিক কার্যক্রমের অংশ হিসেবে এসফর অনুষ্ঠিত হয়। সফরে ঢাকা ও গাইবান্ধা জেলার খেলাফত যুব ও ছাত্র মজলিসের প্রায় অর্ধশত কর্মী অংশগ্রহণ করেন।
এতে সংগঠনের মৌলিক বক্তব্যের গ্রুপ আলোচনা, স্থানীয়দের সাথে মতবিনিময়, ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ আলোচনা, নামাজের আমলি মশক, সুন্নতি যিন্দেগী, রুহানিয়াতের গুরুত্ব সহ বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলগন আলোচনা পেশ করেন।
উল্লেখ্য, তরবিয়তি সফর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ত্রৈমাসিক নিয়মিত কর্মসূচী। প্রতি তিন মাস অন্তর সংগঠনের তরবিয়তি শাখাসমূহ তিনদিনের জন্য এসফরের আয়োজন করে থাকে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com