সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে ওমান থেকে ভারতে ফেরত আনার চেষ্টা করছে দেশটির সরকার। ইতোমধ্যে ওমানের প্রশাসনের সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।
ভারতীয় ইন্টালিজেন্স এজেন্সি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) ওমানের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ওমানে দুটি অনুষ্ঠানে বক্তৃতা দেবেন ডা. জাকির নায়েক। কুরআন কেন গোটা বিশ্বে অত্যন্ত প্রয়োজনীয় তা নিয়ে বক্তব্য রাখবেন তিনি।
উল্লেখ্য; ২০১৬ সালের শেষের দিকে ডা. জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। হিংসা ছড়ানো, বন্দি করে রাখা ও ধর্মীয় সাম্প্রদায়িকতার ছড়ানোর মতো মিথ্যা অভিযোগ আনা হয়েছিল ডা. জাকির নায়েক ও তার সংগঠনের বিরুদ্ধে। পরে ভারত ছেড়ে ডা. জাকির নায়েক পারি জমান মালয়শিয়াতে।