সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:১০ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন এবং ২০২৩-২৪ শেসনের জন্য কমিটি পূর্নগঠন করা হয়ে। ৫ এপ্রিল বুধবার বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পূর্ণগঠিত কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।
এতে মাওলানা মো. লিয়াকত হোসাইনকে সভাপতি এবং মাওলানা মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-বাইতুল মাল সস্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় শুরার সদস্য মাওলানা খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, দেশের মনু্ষ আজ ভালো নেই। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতীতে সাধারণ মানুষ আজ দিশেহারা। মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকারটুকুও কেরে নেয়া হচ্ছে। এই সরকার অসংখ্য আলেম-ওলামাদের বন্দী করে রেখেছে। আমাদের দলের মহাসচিব মাওলানা মামুনুল হকে
তিনি আরো বলেন, মাওলানা মামুনুল হক জাতির সম্পদ, দেশের সম্পদ। তিনি একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ শিক্ষাবিদ, বরেণ্য শায়খুল হাদীস। এ দেশের সুপরিচিত ওয়ায়েজ ও আদর্শিক রাহবার। এই
রমজান মাসেই মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে। না হয় তাঁর মুক্তিতে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব ইনশা আল্লাহ।’
তাক্বওয়া অর্জনে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
‘তাকওয়া মানব চরিত্রের শ্রেষ্ঠ সম্পদ’
স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে ‘তাক্বওয়া অর্জনে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল বুধবার বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. লিয়াকত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. হাবিবুর রহমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-বাইতুল মাল সস্পাদক ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস সংগঠক বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ- সভাপতি মাওলানা আব্দুল বাকি, মাওলানা আবু জাফর সিদ্দিকী, মাওলানা ইদ্রিস, মাওলানা আবুল বাসার,
বক্তারা বলেন, ইসলামে তাকওয়ার চেয়ে অধিক মর্যাদাবান কোনো কাজ নেই। দ্বীনের প্রাণশক্তিই হলো এ তাকওয়া।তাকওয়া মানব চরিত্রের শ্রেষ্ঠ সম্পদ। মাহে রমজান ও তাকওয়া ওতপ্রোতভাবে জড়িত। কেননা, রমজান মাসে প্রত্যেক রোজাদার ব্যক্তিকে অবশ্যই তাকওয়ার গুণাবলি অর্জন করতে হয়।
বক্তারা বলেন, তাক্বওয়া অর্জনে রমজানের কোন বিকল্প নাই। আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়, অত্যাচার ও পাপাচার বর্জন করে পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশানুযায়ী মানবজীবন পরিচালনা করার নামই তাকওয়া। এককথায় যাবতীয় অসৎ কাজ থেকে নিজেকে বিরত রেখে পরিশুদ্ধ জীবন পরিচালনার নামই তাকওয়া।
বক্তরা আরো বলেন, দেশে আলেম ওলামাদের কণ্ঠরোধ করার গভীর চক্রান্ত চলছে। ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নে সরকার আলেমদের উপর নির্যাতন-নিপীড়ন করছে। সরকার মাওলানা মামুনুল হকের মত আলেমকে বিনা করণে মিথ্যা মামলায় কারাবন্দী রেখেছে। তাঁকে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্র করেছেন। বক্তারা রমজানের মধ্যেই মাওলানা মামুনুল হকসহ আটককৃত সকল উলামায়ে কেরামকে দ্রুত মুক্তি দেওয়ার আহবান জানান।
ইফতার মাহফিলে চাঁদপুরের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, বিভিন্ন ইসলামী রাজনীতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলালা এবং সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।