সোমবার, ০৫ Jun ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :

পাঠ্যক্রম থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস মুছে দিচ্ছে ভারত সরকার; নিন্দা বিরোধী দলগুলোর

ভারতের কিছু স্কুলের পাঠ্যক্রম ও বই থেকে মহাত্মা গান্ধীর হিন্দু মুসলিম ঐক্য ও মুঘল শাসন সংক্রান্ত তথ্য মুছে দিয়েছে মোদী সরকার। এসব তথ্য ও ইতিহাস পাঠ্যবই থেকে মুছে ফেলার নিন্দা জানিয়েছে ভারতীয় বিরোধী দলগুলো।

বুধবার (৫ এপ্রিল) দৈনিক পত্রিকা “দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস” থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য মুছে ফেলার বিষয়টি জানানো হয়।

ভারতের কমিউনিস্ট পার্টির নেতা সীতারাম ইয়েচুরি এক টুইট বার্তায় বলেন, “পাঠ্যক্রম থেকে ইতিহাস মুছে ফেলার বিষয়টি দিন দিন তীব্রতর হচ্ছে। দ্বাদশ শ্রেণীর ইতিহাস বইটি থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস বাদ দিয়ে বইটি সংশোধন করা হয়েছে।”

“দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস” পত্রিকাটি জানায়, ২০২০-২১ পাঠ্যক্রমে মহাত্মা গান্ধীর “ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর যেকোনো প্রক্রিয়া ও পদক্ষেপ দেশটিকে ধ্বংসের পথে পরিচালনা করবে” বলে যে উক্তিটি ছিল তা মুছে ফেলা হয়েছে।

এছাড়াও যে তথ্যটি মুছে ফেলা হয়েছে তা হলো, “হিন্দু মুসলিম ঐক্যের জন্য মহাত্মা গান্ধীর গভীর প্রচেষ্টা উগ্র হিন্দুত্ববাদীদের এতটাই ক্ষুব্ধ করে তুলেছিল যে তারা গান্ধীজিকে হত্যা করার বেশ কয়েকটি প্রচেষ্টা চালায়।”

এছাড়াও নাথুরাম গডসের দ্বারা মহাত্মা গান্ধীকে হত্যার পর এক বছরের জন্য উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করার তথ্যটিও মুছে ফেলেছে বিজেপি।

এ বিষয়ে ভারতের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) কমিটির প্রধান দীনেশ প্রসাদ জানায়, “করোনা মহামারী পরবর্তীতে স্কুলগুলো পুনরায় শুরু হলে ছাত্রদের ওপর বর্ধিত বোঝা কমানোর লক্ষ্যেই এসব বিষয় বাদ দেওয়া হয়েছে। তবে এসব তথ্য বাদ দেওয়ার জন্য শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না”

এনসিইআরটি কর্তৃক গৃহীত এসব পদক্ষেপের সমালোচনা করেছেন বিভিন্ন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

কংগ্রেস সভাপতি মল্লিকারজন খড়্গে নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে এক ভিডিও বার্তায় বলেন, “আপনি পাঠ্যক্রম পরিবর্তন করতে পারবেন, কিন্তু দেশের ইতিহাস কখনোই পরিবর্তন করতে পারবেন না।”

এছাড়াও অল ইন্ডিয়া মজলিসের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি পাঠ্যক্রম পরিবর্তনের বিষয়টির প্রতি আপত্তি জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি ও টিআরটি ওয়ার্ল্ড

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com