সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :

খেলাফত মজলিস আমির যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকাল

খেলাফত মজলিসের আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ইন্তেকার করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি দলীয় ইফতার মাহফিলে স্ট্রোক করে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

খেলাফত মজলিস সূত্রে এই তথ্য জানা গেছে। তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মজলিস আমিরের মৃত্যুতে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগা মাধ্যমে তার স্মৃতি স্মরণ করে শোক জানিয়েছেন।

গত জানুয়ারি মাসে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের আমির পদে নির্বাচিত হন। এর আগে তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন মাদরাসায় শায়খুল হাদিস ও মুহাদ্দিস পদে হাদিসের দরস দেন। মৌলভীবাজার সরকারি কলেজেও অধ্যাপনা করেন।

মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ১৯৫০ সালে ১ ডিসেম্বর মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা মাওলানা আবদুন নূর শায়খে ইন্ধেশ্বরী ছিলেন প্রখ্যাত আলেম। কর্মজীবনে তিনি বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতাও করেন। তিনি একজন লেখকও। তার কয়েকটি বই বাজারে রয়েছে।

 

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com