সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৫৭ অপরাহ্ন
মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি কামনায় শাইখুল হাদিস পরিষদ সাভার জোনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গতকাল (৬ এপ্রিল’২৩) বৃহস্পতিবার বাদ আসর শায়খুল হাদীস পরিষদ সাভার জোনের উদ্যোগে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী উলামায়ে কেরামের মুক্তি কামনায় বন্ধন রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাভার জোনের আহ্বায়ক মাওলানা ফারুক হোসাইন-এর সভাপতিত্বে, সদস্য সচিব মাওলানা মাহফুজ হায়দার কাসেমী-এর পরিচালনায়, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, উপদেষ্টা মুফতি আশরাফুজ্জামান।
আরও আলোচনা করেন মুফতি সাঈদ নুর মানিকগঞ্জ, মুফতি দ্বীন মুহাম্মাদ পীর সাহেব জায়গীর, মাওলানা আব্দুল্লাহ ব্যাংক কলোনী, মাওলানা মহিউদ্দিন রাব্বানী সাভার, শায়খুল হাদীস হেলালুদ্দীন, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা আলী আকবার কাসেমী, মাওলানা আলী আজম, মাওলানা দেলোয়ার বিন গাজী, শায়খুল হাদিস হেলালুদ্দীন আশুলিয়া, মাওলানা আবুল হুসাইন ধামরাই, মাওলানা আলী আশরাফ তৈয়ব, মাওলানা এনায়াতুল্লাহ চারাবাগ, আবু সাঈদ কালামপুর, মাওলানা ইউসুফ বিন সিরাজ কালামপুর প্রমুখ।