সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম :

পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে খেলাফত ছাত্র মজলিসের ইফতার বিতরণ

নিজস্ব ডেস্ক:

ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে ৫টা। উত্তরা এয়ারপোর্ট সংলগ্ন রেলস্টেশন এলাকায় পথচারী ও ছিন্নমূল মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সামনে আগাতেই দেখা গেল বেশ কয়েকজন আলেম মাদরাসার ছাত্র ইফতার বিতরণ করছেন। কাছে গিয়ে জানা যায়, মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ সকল মজলুম কারাবন্দীর মুক্তি কামনায় পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর। সারাদিন রোজা রাখা পথচারী ও ছিন্নমূল মানুষের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ করতে এ আয়োজন।

শনিবার (৮ এপ্রিল) উত্তরার বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে তারা এই ইফতার কর্মসূচি পালন করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এ বছরও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর রমজানে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করছে। অন্যান্য বছরের তুলনায় এবার আরও বড় পরিসরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com