নিজস্ব ডেস্ক:
- ১১ এপ্রিল, ২০২৩ /
১৯শে রমজান রোজ মঙ্গলবার কাজী আবুল হাশেম জামিয়া ইসলামিয়া মাদরাসায় আল্লামা মামুনুল হক সহ কারাবন্দি উলামায়েকেরামের মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির শায়খুল হাদিস পরিষদের অন্যতম উপদেষ্টা আল্লামা ইসমাইল নূরপুরী । সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল নূর । বক্তব্য রাখেন মুফতি আতহার আলী , নরসিংদী জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল হামিদ, সাহেপ্রতাপ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আ কাদির, নূরীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জহিরুল ইসলাম, দগরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আ হাকিম, বিশিষ্ট ওয়ায়েজ মুফতি মাসুম বিল্লাহ মাহমুদী, দ্বিনীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু সালেহ প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন শায়খুল হাদিস পরিষদের সদস্য সচিব মুফতি ওয়ালিউল্লাহ ও মাওলানা তারেকুর রহমান ।এছাড়াও জেলার শতাধিক উলামায়ে কেরামের উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আল্লামা ইসমাইল নূরপুরী সরকারের নিকট আল্লামা মামুনুল হক সহ কারাবন্দি উলামায়ে কেরামের দ্রুত মুক্তি দাবি করেন অন্যথায় ঈদের পরে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন