সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন
শান্ত পরিবেশ অশান্ত হওয়ার আগেই মাওলানা মামুনুল হককে মুক্তি দিন – মাওলানা রেজাউল করীম।
সলামী নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তির জন্য ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনগণ আর নিরব বসে থাকবে না। রাজপথে মোকাবেলা করেই তাদের মুক্ত করা হবে। এখনো যদি সরকারের কানে পানি না যায়, ঈদের পর এই শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠবে।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহের ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে ত্রিশাল কমিউনিটি সেন্টারে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র থেকে পরিত্রাণ ও মুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় মজলিসে খাস সদস্য ও ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম একথা বলেন।
মাওলানা দ্বীন মুহাম্মাদ ত্রিশালীর সভাপতিত্বে ও মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সংগঠন বিভাগের সম্পাদক রুহুল আমীন বাদশা, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, দপ্তর বিভাগের সম্পাদক মুহাম্মাদ আব্দুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, জেলা মজলিসের আমেলা সদস্য মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আবু বকর সিদ্দিক, বাংলাদেশ খেলাফত মজলিসে ত্রিশাল থানা সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন প্রমুখ।