রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :

পহেলা বৈশাখে মাদরাসায় বাধ্যতামূলক র‌্যালি বাতিল

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির মধ্যে পহেলা বৈশাখে বাধ্যতামূলকভাবে মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে র‌্যালি করার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ নানা মহলে ব্যাপক সমালোচনা এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এরই প্রেক্ষিতে মাদরাসার বাধ্যতামূলক র‌্যালি বাতিল করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহে রমজানে পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সঙ্গীত পরিবেশন, কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করতে হবে।এর আগে গত ৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব ড. মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়, সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশ যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে অবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে।

এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে বলেছিল কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এরই প্রেক্ষিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে সব মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের নির্দেশনাটি পাঠানো হয়।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com