সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম :

সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন; শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করতে হবে না

তীব্র সমালোচনার মুখে বাংলা নববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করার সিদ্ধান্ত বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

পৃথক নির্দেশনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। মাদ্রাসাগুলোতে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে।

পহেলা বৈশাখের একদিন আগে আজ বৃহস্পতিবার শিক্ষা প্রশাসনের তরফ হতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এমন নির্দেশনা এলো।

মাউশি অধিদফতরের সহকারি পরিচালক (সাধারণ প্রশাসন) রুপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে বাংলা নববর্ষ উদযাপনে এসব কর্মসুচির আয়োজন করতে বলেছে অধিদফতর।

গত ১১ এপ্রিল মাউশি থেকে জারি করা এক আদেশে পহেলা বৈশাখে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা আয়োজন ও মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংষ্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার নির্দেশ দিয়েছিলো অধিদফতর। এ নিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হলে আদেশটি আজ বৃহষ্পতিবার বাতিল করতে বাধ্য হয় মন্ত্রণালয়।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করার প্রশ্নে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। শোভাযাত্রার পরিবর্তে এখন জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ পালনের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ মাদ্রাসা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ নতুন নির্দেশনায় বলা হয়, মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। আদেশটি সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদফর থেকে সব মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com