সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :

সাইয়্যেদ মুহাম্মদ রাবে হাসানী নদভীর ইন্তিকাল

যুবকণ্ঠ ডেস্ক:

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বর্তমান সভাপতি, দারুল উলুম নাদওয়াতুল উলামার বর্তমান আচার্য, আলমি রাবেতা আদাব-ই-ইসলামি, রিয়াদের (কেএসএ) বর্তমান সহ-সভাপতি সাইয়্যেদ মুহাম্মদ রাবে হাসানী নদভীর ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার বিকালে তিনি ইন্তিকাল করেন। ইন্তিকালের সময় তার বয়স হয়েছে ৯৩ বছর।

তিনি মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রতিষ্ঠাতা সদস্য। লখনৌয়ের মজলিসে তাহকীকাত ও নশারিয়তে ইসলাম, উত্তর প্রদেশের দ্বীনি তালিমি কাউন্সিল এবং দারে আরাফাত, রায়বেরেলির সভাপতি।

আজমগড়ে অবস্থিত ট্রাস্টি অফ অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের দারুল মুসান্নিফের সদস্য। পয়ামে ইনসানিয়াত এবং ইসলামি ফিকহ একাডেমি, ভারতের পৃষ্ঠপোষক। সাইয়্যেদ মুহাম্মদ রাবে হাসানী নদভী রহ.। তিনি ১ অক্টোবর ১৯২৯ (বয়স ৯৩) জন্ম গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com