রবিবার, ০৪ Jun ২০২৩, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :

কারাবন্দি হেফাজত নেতাকর্মীদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজত ইসলাম বাংলাদেশের কারাবন্দি নেতাকর্মীদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘হেফাজতের পক্ষ থেকে তাদের নেতাদের মুক্তির জন্য আমাদের তালিকা দেওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে তাদের মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করছি। আদালত তা বিবেচনা করে তাদের অনেককে মুক্তি দিয়েছেন। পর্যায়ক্রমে অন্যদেরও মুক্তি দেওয়া হবে। ’

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে হাটহাজারী মাদ্রাসায় ইফতারে অংশ নিয়ে ফেরার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী নির্বাচনকে সামনে রেখে হেফাজতের সঙ্গে কোনো বৈঠক কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি নির্বাচনকে কেন্দ্র করে কোনো সফর নয় ,তবে হেফাজতের প্রয়াত মুরুব্বি আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর (রহ.) কবর জিয়ারত করার আমার একটা ইচ্ছে ছিল বলে জিয়ারত করতে এসেছি। ’

হেফাজত নেতাদের সঙ্গে বর্তমানে সরকারের সম্পর্ক কেমন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে কারও কোনো বৈরি সম্পর্ক নেই। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক নিয়ে চলি। হেফাজত একটি বড় ইসলামিক ভাবধারার সংগঠন। ৯০ ভাগ মুসলমানের দেশে তারা ইসলাম ও দ্বীনের জন্য জন্য কাজ করে, এজন্য আমরা তাদের সাধুবাদ জানাই। ’

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com