সোমবার, ০৫ Jun ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
জয় শ্রীরাম না বলায় এক মুসলিম ব্যক্তি মারধরের ঘটনা ঘটেছে। ভারতের মেদাক জেলায় মঙ্গলবার (১১ এপ্রিল) এ ঘটনা ঘটে। ওইদিন রাত সাড়ে এগারোটায় চা পান করে সে বাড়ি ফেরার পথে হিন্দু কমিউনিটির লোকজন তার পথ আটকায়। খবর সিয়াসত ডেইলি।
এসময় সে সেখান থেকে দৌড়ে পালিয়ে একটি ওয়াশরুমে প্রবেশ করে কিন্তু সেখানে চারজন হিন্দু তাকে আটক করে মারধর করে এবং জয় শ্রীরাম বলতে বাধ্য করে।
তোপ্রাণ পুলিশের সাব ইন্সপেক্টর সিয়াসত ডেইলিকে বলেন, ঘটনা জানার পরই পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌছানোর পরই অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে পুলিশে ওই এলাকায় অভিযান চালায় কিন্তু কাউকে আটক করতে পারেনি।
কিছুদিন আগে ভারতে তিন মুসলিম ফল বিক্রেতাকে মারধার করা হয়। তাদের জোর করে মদ পান করানো হয় বলে অভিযোগও ওঠে।