সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :

মানবতার কল্যাণে ওলামায়ে কেরাম ভুমিকা

গাইবান্ধা জেলার কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ী এলাকার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানার ইমাম-খতীববৃন্দ।

মজলিসুল খুতাবার উদ্যোগে

ইমাম-খতীবদের একটি স্বেচ্ছাসেবী টিম উপস্থিত হয়ে এই ত্রাণ বিতরণ করে। টিমের পক্ষ হতে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশএর সেক্রেটারী জেনারেল মুফতি আ.ফ.ম আকরাম হুসাইন জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ প্রত্যেককে ১০ কেজি করে চাউল, ডাউল, তেল, আলু, খাবার স্যালাইনসহ দুই লক্ষাধিক টাকার সামগ্রী বিতরণ করা হয়। নগদ অর্থও প্রদান করা হয় কয়েকজন অসহায় মানুষের হাতে।

কামরাঙ্গীরচর থানার বিভিন্ন মসজিদের মুসল্লীবৃন্দ, ওলামায়ে কেরাম ও জনপ্রতিনিধিদের থেকে ত্রাণ বিতরণের অর্থ সংগ্রহ করা হয়। অতঃপর মুসল্লীদের পক্ষ্য থেকে ইমাম-খতীবদের স্বেচ্ছাসেবী টিম সেখানে উপস্থিত হয়ে ত্রাণ বিতরণ করেন।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- হাফেজ্জী হুজুর সেবা সংস্থার পরিচালক মাওলানা মুহাম্মদ রজীবুল হক, মাওলানা জাকির হুসাইন, মুফতি আমানুল্লাহ বসন্তপুরী,

People’s Improvement Society Of Bangladesh Pisob এর পরিচালক মাওলানা ইমরান হুসাইন হাবীবি,
Imran Hossain Habibi
মুফতি মুনিরুজ্জামান, মুফতি ওয়ালীউল্লাহ নোমান, মাওলানা কামরুজ্জামান রাহমানি, মুফতি মুহিব্বুল্লাহ, মুফতি ইদ্রীস বেলাল প্রমূখ।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com