রবিবার, ০৪ Jun ২০২৩, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :

সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মমন্ত্রীর ইন্তিকাল

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ইন্তিকাল করেছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুশ শাকুর। শনিবার (১৫ এপ্রিল) রাজধানী ইসলামাবাদে এ দুর্ঘটনা ঘটে। খবর জিও টিভি

ইফতারির কিছু আগে মন্ত্রী আবদুশ শাকুর স্থানীয় একটি হোটেল থেকে সচিবালয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে

এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, মন্ত্রী আবদুশ শাকুরের গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো ধাক্কা মারে। দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় পলি ক্লিনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ধাক্কা মারা গাড়িটিকে আটক করেছে পুলিশ। ওই গাড়িতে পাঁজজন ছিলেন। তাদেরকেও আটক করা হয়েছে।

ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির খান বলেন, আবদুশ শাকুর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি বলেন, ‘মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

আইজিপি বলেন, এ ঘটনার তদন্ত চলছে। গাড়ি ও এর চালককে হেফাজতে রাখা হয়েছে এবং অন্য গাড়ির আহত যাত্রীরা চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com