সোমবার, ০৫ Jun ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো ঈদে ছুটি পেতে যাচ্ছেন মুসলিমরা।
সোমবার (১৭ এপ্রিল) মুসলিমদের জন্য আনুষ্ঠানিক ছুটির ঘোষণা দেয় মিশিগান রাজ্যের শহর ডিয়ারবর্ন।
ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে অফিস আদালত বন্ধ রাখার ও কর্মীদের ছুটি দেওয়ার আনুষ্ঠানিক দিকনির্দেশনা জারি করেছে ডিয়ারবর্ন কর্তৃপক্ষ।
এবছর শহরজুড়ে রমজান ফেস্টিভ্যালের আয়োজনও করে তারা। ডিয়ারবর্ন শহরের এমন আয়োজন আমেরিকার মিডিয়াগুলোতে ব্যাপক সাড়া ফেলে। কিছু মিডিয়া এধরণের আয়োজনকে ঐতিহাসিকও আখ্যা দেয়।
জানা যায়, আমেরিকার মতো দেশে এমন উদ্যোগ নেওয়ার পেছনে মূল কাজটি করেছেন শহরটির মেয়র আব্দুল হামুদ, যিনি ২০২২ সালে ডিয়ারবর্নের মেয়র নির্বাচিত হয়ে বেশ সাড়া ফেলেন। কারণ তিনিই হলেন সর্বপ্রথম কোনো আরব মুসলিম যিনি আমেরিকার কোনো শহরের মেয়র নির্বাচিত হয়েছেন।
‘ডিয়ারবর্ন’ মাথাপিছু হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার শহরও বটে।
আমেরিকার সর্ববৃহৎ মসজিদ ইসলামিক সেন্টার অফ আমেরিকাও এই শহরে অবস্থিত, যার মোট আয়তন ১ লক্ষ ২০ হাজার বর্গফুট।
সূত্র: আল জাজিরা মুবাশির