সোমবার, ০৫ Jun ২০২৩, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম :

ইসলামী আইন বাস্তবায়নের বিষয়ে কোন আপোষ হবে না : তালেবান আমীর

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ইসলাম বিরোধী কোন আইন বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন শাইখুল হাদীস মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদা। এছাড়াও তিনি ন্যায় বিচার বাস্তবায়নের বিষয়ে জোর দিতে আফগান প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২১ এপ্রিল) আফগানিস্তানের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে তালেবান আমীর মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদার একটি অডিও বার্তা শেয়ার করেন।

এ অডিও বার্তায় মাওলানা হেবায়তুল্লাহ ইসলামী সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, সুষ্ঠু রাজনীতি, শরিয়াভিত্তিক শাসন প্রতিষ্ঠা ও শরিয়া আইন সমুন্নত এবং কার্যকর রাখা একটি ইসলামী সরকারের জন্য আবশ্যক।

তিনি আরো বলেন, “আমরা আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে, আফগানিস্তানের মাটিতে মানুষের তৈরি কোন আইনের স্বীকৃতি দেব না। এছাড়াও ইসলাম ক্ষুন্ন করে অথবা ইসলামী আইনের পরিপন্থী এমন কোন পদক্ষেপ গ্রহণ করা থেকেও আমরা বিরত থাকবো।”

তিনি বলেন, “ইসলামের বিষয়ে কোনো আপোষ হবে না। জনগণের উচিত বর্তমান ব্যবস্থাকে সমর্থন করা”

তিনি আরো বলেন, “আমার আদেশ তখন বৈধ যখন এটি শরিয়া আইন অনুযায়ী হয়। যদি আমার আদেশ শরিয়া বিরোধী হয়, তাহলে তা মানতে কেউ বাধ্য নয়।”

তিনি আরো বলেন “আফগানিস্তান কোন দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়, তাই অন্য কোন দেশেরও উচিত নয় আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা।”

সূত্র: তোলো নিউজ

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com