রবিবার, ০৪ Jun ২০২৩, ০৮:১৬ পূর্বাহ্ন
প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা অর্জন করা তুরস্কের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এছাড়াও তিনি দাবি করেছেন গত দুই দশকে প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছে তুরস্ক।
রবিবার (২৩ এপ্রিল) তুরস্কের উত্তর-পশ্চিমে অবস্থিত সাকারিয়া প্রদেশে প্রতিরক্ষা বাহিনীর হাতে নতুন নির্মিত ‘আলতাই’ ট্যাঙ্ক তুলে দেন প্রেসিডেন্ট এরদোগান। এ সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “প্রতিরক্ষা শিল্পে তুরস্ক গত ২ দশকে বৈদেশিক নির্ভরতা ৮০ শতাংশ থেকে আরও ২০ শতাংশ কমাতে সক্ষম হয়েছে। ২০০২ সালে আমাদের প্রতিরক্ষা প্রকল্প ছিল মাত্র ৬২টি টি। যা এখন ৭৫০টি ছাড়িয়ে গেছে।”
তিনি আরো বলেন, “প্রতিরক্ষা শিল্পে নবনির্মিত প্রতিটি অস্ত্রের পেছনে রয়েছে বছরের পর বছর ধরে চালানো পরীক্ষা-নিরীক্ষা, ধৈর্য ও প্রচেষ্টা এবং আর্থিক স্বচ্ছলতা।”
তিনি বলেন, “আমাদের মানববিহীন যুদ্ধ ড্রোন (ইউসিএভি) সারা বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে। এছাড়াও আমাদের সাঁজোয়া স্থল যান, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম গুলো সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।”
তিনি আরো বলেন, তুরস্ক আজ অস্ত্র সরবরাহকারী একটি দেশে পরিণত হয়েছে। যেসব অস্ত্র অনেক উন্নত দেশের সেনাবাহিনী ব্যবহার করে থাকে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড