সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম :

সাইনবোর্ড জামিয়াতু ইবরাহীমে বসেছে তাঁরার মেলা

যুবকণ্ঠ ডেস্ক: বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরামের আগমনে ঢাকার খ্যাতনামা বিদ্যাপিঠ সাইনবোর্ড জামিয়াতু ইবরাহীমে বসেছে তাঁরার মেলা।  আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল থেকে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে আগমন করবেন হযরত শায়খুল হাদীস যাকারিয়া রাহ. এর সুযোগ্য খলিফা এবং মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রাহ. এর জানেশীন শায়খুল মাশায়েখ হযরত‌ মাওলানা ইবরাহীম আফ্রিকী।

এছাড়াও উপস্থিত থাকবেন গুজরাটের প্রশিদ্ধ আলেম মুফতী রশিদ ফরিদি, মুরাদেবাদের মুফতি রিয়াসাত আলী দসহ আফ্রিকা, লন্ডন , ভারত এবং বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা মুফতি শফিকুল ইসলাম দেশবাসীকে স্ব-বান্ধব অংশগ্রহণের আন্তরিক দাওয়াত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com