সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন
ইমরানকে গ্রেফতার বেআইনি, মুক্তির নির্দেশ আদালতের
ইমরানকে গ্রেফতার বেআইনি, মুক্তির নির্দেশ আদালতের
ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা বেআইনি বলে ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে অবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দেয়।
শুনানির এক পর্যায়ে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী ইমরানকে হাজির করা হয়।
পরে শুনানি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।