সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম :

বিদ্যানন্দকে দেওয়া অর্থের তথ্য গোপণ করায় কিশোর কুমারকে আইনি নোটিশ

একুশে পদক পাওয়া সাম্প্রতিক সমালোচিত বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার একজন অর্থদাতা।

মঙ্গলবার (১৬ মে) বিদ্যানন্দের চেয়ারম্যান কিশোর কুমার বরাবরে রেজিস্ট্রি ডাকযোগে ওই দাতার পক্ষে নোটিশ প্রেরণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মাদ হায়দার তানভীরুজ্জামান।

ফাউন্ডেশনকে দেওয়া কুমিল্লার ওই দাতার অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে তার হিসাব ৩০ দিনের মধ্যে দিতে বলেছেন তিনি। অন্যথায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে নোটিশে বলা হয়েছে।

নোটিশের ভাষ্য মতে, সামাজিক কাজে অংশ নেওয়ার লক্ষ্যে এই দাতা ফাউন্ডেশনকে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে তিন ধাপে ৪০ হাজার ৫০০ টাকা দেন। কিছুদিন যাবৎ গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ফাউন্ডেশনের বিরুদ্ধে টাকার সঠিক ব্যবহার না করার অভিযোগ এসেছে।

কিশোর কুমারকে পাঠানো আইনি নোটিশে বলা হয়, অডিট রিপোর্টে সব ব্যয়ের খাত স্পষ্ট রাখা হলে এই দাতা অডিট রিপোর্ট চেক করে তার দেওয়া অর্থের তথ্য পাননি। এছাড়া এ বিষয়ে বার বার জানতে চাইলেও ফাউন্ডেশনের পক্ষ থেকে কেউ কোনো সদুত্তর দিতে পারেনি।

তাই এই দাতার দেওয়া অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে ৩০ দিনের মধ্যে সঠিক ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com