সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :

মক্কার আবা নামক স্থানে কুমিল্লার মুরাদনগরের “বাছির উদ্দিন ওরফে বাবু ” নামে সড়ক দূর্ঘটনায় এক যুবকের আকস্মিক মূত্যু ।

 

রবিউল আউয়াল

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি বাছির উদ্দিন বাবুর (৩১) গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুরে চলছে শোকের মাতম।

সে উক্ত গ্রামের জসিম উদ্দিন মেম্বার ও জিবন মিয়ার ছোট ভাই- নাজিম উদ্দিনের কনিষ্ঠ পুত্র । প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা।

নিহত বাছির উদ্দিন বাবু সৌদি আরবের মক্কা শহরের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রতিদিনের ন্যায় গত ২৩ মে (সোমবার) সকালে কাজে যোগ দিতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি চলন্ত গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

ওইদিন বাংলাদেশ সময় দুপুর আনুমানিক ১২টায় সৌদি আরবের আবা নামক স্থানের তারিক মালিক আব্দুল্লাহ জুম্মা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা ও মা সহ আত্মীয়-স্বজনরা আহাজারি করছেন।

তার ৪ বছরের একটি ছেলে ও ২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহতের আত্নীয়ের সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুলাই মাসে সৌদি আরবে যান বাছির উদ্দিন বাবু।

আইনি প্রক্রিয়া শেষে সৌদি আরব থেকে নিহত বাবুর মরদেহ তার গ্রামের বাড়িতে আসবে বলে স্বজনেরা জানায়।

নিহতের আত্নীয়রা -মাননীয় সরকার এবং প্রবাসী শ্রম ও কল্যান মন্ত্রির কাছে আকূল আবেদন করেন যে,

অন্তত প্রিয় জনের শেষ স্মৃতিচিহ্ন তার লাশটা যত অল্প সময় ও দ্রুততার সাথে যেন তার লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com