JuboKantho24 Logo

খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা; এদেশের আমূল পরিবর্তনে মেধার গুরুত্ব অনস্বীকার্য

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এস‌এসসি,এইচএসসি/ সমমান পরীক্ষায় A+ ও ক‌ওমী মাদ্রাসাসমূহের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে” কৃতি শিক্ষার্থী সংবর্ধনা” অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ সেপ্টেম্বর, শুক্রবার) সকাল ১০.০০ থেকে রাজধানীর উত্তরাস্থ বিএম মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, মেধাবীদের জন্য আবশ্যিক হলো ক্লাসের পড়ার পাশাপাশি ভৌগোলিক জ্ঞানসহ বিভিন্ন জ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। এজন্য কমপক্ষে তিনটি ভাষা আয়ত্ত করতে হবে। বাংলা, আরবি ও ইংরেজি ভাষা। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের জেনারেল শিক্ষায় অগ্রসর হতে হবে। আর জেনারেল পড়ুয়াদের মাদ্রাসা শিক্ষার প্রতি এগিয়ে আসতে হবে। তাহলে একটি আদর্শ সমাজ গঠন করা সম্ভব
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী। তিনি তার বক্তব্যে বলেন, এদেশের আমূল পরিবর্তনের মেধার গুরুত্ব অনস্বীকার্য। বাংলার ছাত্রসমাজ যেমনিভাবে ১৯৫২, ৬৯, ৭০ এবং ৭১ এ অবদান রেখেছিল ঠিক তেমনিভাবে বর্তমানেও ছাত্র সমাজকে অন্যায়ের প্রতিবাদে ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, মেধাবী শিক্ষার্থীরা মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী ওলামায়ে কেরামের দরস থেকে বঞ্চিত হচ্ছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্টের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামসুল হুদা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর মজলিসে আমেলার সদস্য ও উত্তরা জোন সভাপতি মুফতি নেয়ামতুল্লাহ আমিন,উত্তরা জোনের বায়তুল মাল সম্পাদক মাওলানা হুজাইফা মাহমুদ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আব্দুল আজিজ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনওয়ার হুসাইন রিয়াদসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ