JuboKantho24 Logo

‘সরকারকে আমেরিকার ছাত্র জনতার উপর হামলার আনুষ্ঠানিক নিন্দা জানাতে হবে’ —মার্কিন দূতাবাসের সামনে মানববন্ধনে বক্তারা

‘সরকারকে আমেরিকার ছাত্র জনতার উপর হামলার আনুষ্ঠানিক নিন্দা জানাতে হবে’ : মার্কিন দূতাবাসের সামনে মানববন্ধনে বক্তারা

সন্ত্রাসী ইসরাইলকে সহায়তা বন্ধের দাবি ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর। ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ আব্দুল আহাদের সভাপতিত্বে আজ (৮ মে’২৪, বুধবার) বিকাল ৩.৩০ মিনিট থেকে মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, আমেরিকা নিজেকে বিশ্বশান্তির ধারক বাহক হিসেবে দাবি করে। ফিলিস্তিনে দীর্ঘ কয়েক দশক যাবত গণহত্যা চালানো ইসরাইলকে সহায়তা করে এই দাবিকে অসত্য প্রমাণ করেছে। আমেরিকার এই স্ট্যান্ডবাজি দেশের ছাত্রসমাজ ধরে ফেলেছে। তারা ইহুদিবাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। দুঃখজনকভাবে আমেরিকা প্রশাসন সন্ত্রাসী ইসরাইলের পক্ষাবলম্বন করে নিজ নাগরিকদের উপর হামলা চালিয়েছে। বাংলাদেশ সরকারকে আমেরিকার ছাত্র জনতার উপর হামলার আনুষ্ঠানিক নিন্দা জানাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ ও কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বলেন, আমেরিকার ছাত্রজনতা আজ সত্য উপলব্ধি করতে পেরেছে। আমরা একে সাধুবাদ জানাই। আমেরিকা প্রশাসন ছাত্রজনতার হামলা চালিয়ে মূলত পুরো বিশ্বের ছাত্রজনতাকে আক্রান্ত করেছে‌। এভাবে দমনপীড়ন করে আন্দোলন থামিয়ে দেয়া ফ্যাসিস্টদের আচরণ। ইসরাইলকে সহায়তা করতে গিয়ে আমেরিকা আজ ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে।

ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক মুরসালিন আহমেদের পরিচালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল আজিজ, আশরাফুল ইসলাম সাদ, সাংগঠনিক সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, দপ্তর সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মাদ মুশতাক আহমদসহ প্রমুখ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ