JuboKantho24 Logo

‘প্রচলিত মিলাদ কিয়াম’ বিষয়ে আজ টাঙ্গাইলে বাহাস; কিয়ামপন্থিদের পিছু হটে যাওয়ার আশঙ্কা

আজ রবিবার ২ জুন ২০২৪ টাঙ্গাইলে ‘প্রচলিত মিলাদ কিয়াম’ বিষয়ে বাহাস হওয়ার কথা রয়েছে।

বাহাসটি মধুপুর মহিষপাড়া পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুফতি লুৎফর রহমান ফরায়েজী। তবে তিনি বিপক্ষ দলের উপস্থিতি নিয়ে শঙ্কায় আছেন।

তিনি বাহাস প্রসঙ্গে বলেন, ‘টাঙ্গাইল মধুপুরের এক ইমাম বেশ কিছুদিন ধরে ‘মিলাদ-কেয়াম যারা করে না তারা নবীর দুশমন, কাফের’ বলে চ্যালেঞ্জ করে আসছে। এ বিষয়টা নিয়ে এলাকাবাসীর সঙ্গে টক্কর হলে বাহাসের একটা প্রাথমিক আলোচনা করে তারা আমার সঙ্গে। সময় নির্ধারণ হয়নি, এরই মধ্যে আলাউদ্দিন জিহাদী পোস্ট করে বসে বাহাস করবে বলে। তারা খুব দ্রুত তারিখ ঘোষণা করে, যাতে করে আমরা অংশ নিতে না পারি। কিন্তু আমরা যখন রাজি হয়ে যাই, তখন তারা এ বাহাসকে প্রশাসনিকভাবে বন্ধ করে দেয়ার চেষ্টা চালাচ্ছে’।

তিনি আরও বলেন, তাদের প্রচারের পর আমরা যখন রাজি হয়ে প্রচার শুরু করছি, তখন তারা পিছ পা হচ্ছে। এখনো বুঝা যাচ্ছে না, তারা বসবে কি না। তবে, আমরা প্রস্তুত আছি।

প্রচলিত কিয়ামপন্থীদের দাবি: নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা করতে করতে হঠাৎ দাঁড়িয়ে দরূদ পাঠ করা মুস্তাহাব মুস্তাহসান তথা বিশেষ সওয়াবের কাজ। এ পদ্ধতির মিলাদ কিয়াম বিরোধীরা নবীর দুশমন।

বিরোধীদের দাবি: উপরোক্ত পদ্ধতির মিলাদ কিয়ামের বিশেষ সওয়াবের কাজ হওয়া বিষয়ে কুরআন সুন্নাহে কোন প্রমাণ নেই।

প্রচলিত মিলাদ কিয়ামবিরোধী মুনাজির হিসেবে থাকবেন:

১. মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, ঢাকা।

২. মুফতী শামসুদ্দোহা আশরাফী, ঢাকা।

৩. মুফতী রেজাউল করীম আবরার, ঢাকা।

প্রচলিত মিলাদ কিয়ামপন্থী মুনাজির হিসেবে উপস্থিত থাকবেন:

১. মুফতী আলাউদ্দীন জিহাদী

২. মাওলানা নাসির বিল্লাহ রব্বানী

৩. মাওলানা হাসনাইন আহমদ আল-কাদেরীসহ আরো অনেকে।

বাহাস প্রসঙ্গে মুফতি রেজাউল কারীম আবরার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমার পারিবারিক এবং সাংগঠনিক প্রচণ্ড ব্যস্ততা থাকার পরও ইমাম সাওয়াব রাহি., ইমাম আশার রাহি., কুল্লু ফায়িলুন মারফুউন সহ অসংখ্য মূর্খতা এবং ইলমি বিনোদনের জনক আলাউদ্দিন জিহাদির সাথে আগামীকাল অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরের বাহাসে আমিও থাকব ইনশাআল্লাহ। মাইক পেলেই বাহাস বাহাস বলে চিৎকারকারীদের আগামীকাল এমন শিক্ষা দেওয়া হবে , মৃত্যুর আগ পর্যন্ত আর বাহাস শব্দ মুখে আনবে না ইনশাআল্লাহ ‘

এদিকে, বাহাস প্রসঙ্গে জানতে মুফতী আলাউদ্দিন জিহাদীকে বার বার কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে, এক দিন আগে তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আগামী ২/৬/২০২৪ ইং রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় টাঙ্গাইল জেলা মধুপুর থানার অন্তর্ভুক্ত মহিষমারা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কওমী ওলামাদের সাথে সুন্নী ওলামায়ে কেরামের “মিলাদ-কিয়াম” বিষয়ে আনুষ্ঠানিক বাহাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ’।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ