হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক চট্টগ্রামে গিয়েছেন। গতকাল রাতে সড়কপথে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
জানা গিয়েছে মূলত চট্টগ্রাম আদালতে একটি মামলার হাজিরা দিতেই তিনি চট্টগ্রামে গিয়েছেন।
তবে একে কেন্দ্র করে আজ বাদ জোহর আমীরে হেফাজতের পক্ষ থেকে জামিয়া আজীজুল উলূম বাবুনগর মাদ্রাসায় মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী হওয়া হেফাজত নেতাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে কারামুক্ত অনেকেই চট্টগ্রামে উপস্থিত হয়েছেন। সে অনুষ্ঠানটি যুবকণ্ঠ পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
সুত্র জানিয়েছে, সংবর্ধনা প্রোগ্রামে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন পাশাপাশি ব্যপক জনসমাগমও হবে।
এদিকে সকালে চট্টগ্রামে পৌঁছে মাওলানা মামুনুল হক পটিয়া মাদ্রাসায় যান। সেখানে কবর জিয়ারতের পর বর্তমান প্রিন্সিপাল সহ দায়িত্বশীলদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
উল্লেখ্য, ২০২০ সনের ২৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করায় মাওলানা মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়ে রাস্তায় অবস্থান নেয় ছাত্রলীগ-যুবলীগের নেতারা। সেসময় চট্টগ্রামের প্রবেশপথ থেকে মুরুব্বিদের নির্দেশে তিনি ঢাকা ফিরে আসেন।