বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সহযোগী সংগঠকদেরকে নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ জুন’২৪, শুক্রবার) সমাপনী অধিবেশনের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়।
সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।
গত ২৫ জুন’২৪ বুধবার থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ ও যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, মাওলানা ইমদাদ বিন ছায়েনুদ্দীন, ডা. মাহদী হাসান, মাওলানা রাকিবুল হাসান, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সাবেক সভাপতি পরিষদ সদস্য ও যুব মজলিস ঢাকা মহানগরীর বায়তুল মাল সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিস ঢাকা মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সাবেক কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি ও গবেষণা সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ।