JuboKantho24 Logo

ইসলাম বিদ্বেষী মোস্তফা সরওয়ার ফারুকীর অপসারণ চায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

ইসলাম বিদ্বেষী মোস্তফা সরওয়ার ফারুকীর অপসারণ চায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

নিজস্ব প্রতিবেদক;

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে দায়িত্ব দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ-এর আওতাধীন উত্তরা পশ্চিম থানা কমিটি গঠন ও মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। এসময় দ্রুত তার অপসারণও চান বক্তারা।

সংগঠনের সভাপতি মুফতি কামালুদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মুফতি ইদ্রিস,সাংগঠনিক সম্পাদক মাওলানা সুহাইল সাদি, ছাত্র ও যুব সহকারী অর্থসম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম,সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবু ত্বলহা মাসুদ প্রমুখ।

এ সময় বক্তারা মোস্তফা সরয়ার ফারুকীকে ‘শাহবাগী নাস্তিক্যবাদীদের দোসর’ আখ্যা দিয়ে বলেন, হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী রহ. কে ‘তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা’ দেখিয়েছেন এই ফারুকী। এছাড়াও মোস্তফা সরয়ার ফারুকী একজন কট্টর ধর্মবিদ্বেষী ও সমকামীকে প্রমোটকারী।

সে বিগত সরকারের সুবিধা ভোগী দোসর ও ৫ই মে শাপলা চত্বর নিয়ে মারাত্মক বিদ্রুপপূর্ণ কটুক্তি করেছেন বলেও জানান বক্তারা।

সভা শেষে মসজিদ আল মাগফিরাহ’র খতিব মুফতি ওয়াহিদুল আলমকে সভাপতি ও মাওলানা হুসাইন আহমদকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট উত্তরা পশ্চিম থানা কমিটি গঠন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াছ আহমাদ, মাওলানা সফিউল্লাহ, মাওলানা মতিউর রহমান, মাওলানা নাজমুল হকসহ উত্তরা পূর্ব থানার অন্তর্গত বিভিন্ন মসজিদের ইমাম, খতীব, মাদরাসার মুহতামিম ও আলেমগণ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ