JuboKantho24 Logo

প্রয়োজনীয় সংস্কার,গনহত্যাকারীদের বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে -মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী

প্রয়োজনীয় সংস্কার,গনহত্যাকারীদের বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে
-মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী

অদ্য ২১ মার্চ’২০২৫ ইং রোজ: শুক্রবার বাদ আছর হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে বেলকুচি কলেজ মাঠে থানা সেক্রটারী হাফেজ জয়নাল আবেদীনের সঞ্চালনায় থানা সভাপতি আলহাজ্ব আ:সামাদের সভাপতিত্বে ওলামায়ে কেরাম,রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে আলোচনা সভা ও গন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী,তিনি তার বক্তব্যে বলেন প্রয়োজনীয় সংস্কার, গনহত্যাকারীদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।

সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরী হয়ে দাড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশংকা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির পিআর (পিআর) নির্বাচন পদ্ধতি দাবী করেছি। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না। বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আহবায়ক মাওলানা জিয়াউল হক,সাবেক সভাপতি মুফতী মুহিব্বুল্লাহ,
আরো বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোতালেবুর রহমান সাইফী,ইসলামী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা সভাপতি আব্দুর রহিম,বক্তব্য রাখেন আব্দুস সালাম, যুব নেতা শাকিল আহমেদ,ছাত্র নেতা আব্দুল আলিম, মুছা প্রমুখ

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ