
আলেম সমাজের চেতনা ও ধর্মীয় মূল্যবোধকে যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় সদস্য ও আলেম সমাজের আহ্বায়ক মুহাম্মদ রিদওয়ান হাসান।
২৯ এপ্রিল রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আলেম ও শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের লক্ষ্য থেকে দলটি সরে এসেছে। ফলে তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করতে এনসিপি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি এনসিপির সূচনায় যুক্ত হতে পারায় কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে দলের সাফল্য কামনা করেন। দলীয় আহ্বায়কসহ শীর্ষ নেতাদের কাছেও পদত্যাগপত্রের অনুলিপি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এই পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ আদর্শিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।