
বরগুনায় এক ছেলেকে বিয়ে করতে না পেরে আরেক ছেলে বিষ পান করেছেন। রবিবার (৪ মে) রাত ১০টার দিকে বরগুনার বামনা উপজেলা রামনা ইউনিয়নের বলইবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষপান করে গুরুতর অসুস্থ হওয়া ওই কিশোরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও হাস্যরসের।
বিষপান করা ছেলেটি যে বাড়িটিতে বিয়ের দাবিতে অনশন করেছেন সেই বাড়িটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা এলাকায়। এ ঘটনায় জড়িত দুই ছেলে বামনা উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। দুজনেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী এই প্রতিবেদনে তাদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।
এ ঘটনায় পিরোজপুরের ছেলেটি থানায় অভিযোগ দিয়েছেন। থানায় দেওয়া লিখিত অভিযোগে জানা যায়, পড়ালেখার সুবাদে দুই ছেলের মধ্যে পরিচয় থাকায় বিভিন্ন সময় বামনা উপজেলার ছেলেটি মঠবাড়িয়ার ছেলেটিকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। পরে রবিবার (৪ মে) দুপুর ১২টার দিকে মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা এলাকায় গিয়ে ওই ছেলের বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে যায়। পরে ওই বাড়ি থেকে চলে এসে রাতে নিজ বাড়িতে বিষপান করেন বামনার ছেলেটি।
এ ঘটনায় মঠবাগিয়ার ছেলেটি বলেন, বারবার আমাকে প্রেম নিবেদন করা এবং বিয়ের প্রস্তাব দেওয়ায় আমার সহপাঠী বামনার ছেলেটিকে আমি ফেসবুক থেকে ব্লক করে দেই। এতে করে রবিবার আমাদের বাড়িতে এসে আমার সহপাঠী আমার পা জড়িয়ে ধরে আনব্লক করতে বলে। আমি ওকে বিয়ে না করলে বিষ পান করবে বলে পকেট থেকে বিষের বোতল বের করে হাতে নেয়। বিয়ের কথা বলে মঠবাড়িয়ার ছেলেটি অনেক দিন ধরে আমাকে হয়রানি করে আসছে। বিষয়টি অনেকেই জানে।
এ বিষয়ে বামনার ছেলেটির মা বলেন, তার ছেলে এখন আগের থেকে সুস্থ আছেন। তবে তীব্র জ্বর এসেছে ওর। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা চলছে ওর।