
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মাতার ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের গভীর শোক।।
আমার দেশ পত্রিকার নির্ভীক সম্পাদক ড. মাহমুদুর রহমানের শ্রদ্ধেয়া মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন।
রোববার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন—
মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন একজন আদর্শ মা, ধার্মিক, ও দৃঢ়চেতা নারীর প্রতিচ্ছবি। তাঁরই সুশিক্ষা, আদর্শিক লালন ও দু’আর বদৌলতে জনাব মাহমুদুর রহমান আজ দেশ ও জাতির পক্ষে নির্ভীক ভূমিকা পালন করে চলেছেন। এমন মহিয়সী নারীর ইন্তেকাল নিঃসন্দেহে একটি অপূরণীয় ক্ষতি।
নেতৃদ্বয় আরও বলেন, এই শোক শুধু ব্যক্তিগত পর্যায়ের নয়, বরং জাতির জন্যও এক বেদনাবিধুর ক্ষতির বার্তা।
তারা আল্লাহ তাআলার দরবারে দু’আ করে বলেন—
আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরের আলোয় পরিপূর্ণ করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবর ও সান্ত্বনার তাওফিক দান করুন। আমীন।
উল্লেখ্য, অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ বহু আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন।
বার্তা প্রেরক
হাসান জুনাইদ
মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস