
মিডফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার তীব্র নিন্দা হেফাজতের
🔹 রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান
ঢাকা, ১২ জুলাই ২০২৫
পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় প্রকাশ্যে দিবালোকে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান আজ এক যুক্ত বিবৃতিতে বলেন— “এ ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং তা রাজনৈতিক দুর্বৃত্তায়নের চরম প্রকাশ।”
বিবৃতিতে বলা হয়, “চাঁদা না দেওয়ার কারণে একজন নিরীহ ব্যবসায়ীকে রাজধানীর মত ঘনবসতিপূর্ণ এলাকায় দিনদুপুরে পাথর দিয়ে হত্যা করা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির করুণ চিত্র তুলে ধরেছে। পুলিশি ব্যর্থতা এবং রাজনৈতিক ছত্রছায়ায় সৃষ্ট সন্ত্রাস আজ জনগণের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
🔸 আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারের দাবি:
হেফাজত নেতৃবৃন্দ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে নতুন নিয়মে নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র দলীয় স্বার্থে নিয়ন্ত্রিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থার জায়গায় পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।
🔸 ছাত্র ও কওমি জনতার প্রতি আহ্বান:
বিবৃতিতে দেশের ছাত্রসমাজ ও কওমি মাদরাসার ছাত্রদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ায়। নেতৃবৃন্দ বলেন, “আমরা মনে করি, নতুন বিপ্লবী প্রজন্মই এ জাতিকে রক্ষা করতে পারে। এখনই সময় নৈতিক আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।”
🔸 বিএনপি নেতৃবৃন্দকে স্মরণ করে বার্তা:
তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে দেশপ্রেমিক শক্তির পুনর্জাগরণে গুরুত্বারোপ করেন এবং বলেন— “সুন্দর, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য জনগণকে নেতৃত্ব দিতে হবে নতুন প্রজন্মকেই।”
বিবৃতি প্রদানকারী:
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
মুখপাত্র, হেফাজতে ইসলাম বাংলাদেশ
প্রধান কার্যালয়:
জামিয়া আহমদিয়া দারুল উলুম মুফিদুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম
ঢাকা অফিস: ২২১/৩-সি, গুলিস্তান চৌরাস্তা, ঢাকা-১২১১
#মিডফোর্ডহত্যা #হেফাজতেইসলাম #সন্ত্রাসবিরোধী_আন্দোলন #রাজনৈতিকদুর্বৃত্তায়ন #সোহাগহত্যা #আইনেরশাসন