বগুড়ায় ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয় র‍্যালী

আজ ৫ই আগস্ট দুপুর ৩ ঘটিকায় বগুড়া সেন্ট্রাল মসজিদ চত্বর থেকে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে বিজয় র‍্যালীর আয়োজন করা হয়।

জেলা নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানি ও সেক্রেটারি মাওলানা ইউসুফ হাবিবের নেতৃত্বে বিজয় র‍্যালী সাতমাথা হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে পুনরায় সাতমাথায় জেলা স্কুল গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

বিজয় র‍্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র মজলিসের জেলা সভাপতি রেজওয়ান হোসাইন, যুব মজলিসের জেলা দায়িত্বশীল মাওলানা কামরুল ইসলাম ও সভাপতি মাওলানা খাদিমুল ইসলাম।

জেলা শাখার নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান ফারুকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা তৌহিদুল ইসলাম ও মাওলানা আব্দুল মাজেদ আনসারী।

আরো বক্তব্য রাখছেন উপদেষ্টা পরিষদের সদস্য মুফতি সালাহউদ্দিন মাসুদ ও মুফতি মনোয়ার হোসাইন।

বক্তারা দেশ জাতির কল্যাণের লক্ষ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই বলে ঘোষণা করেন। তারা এ দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে খেলাফত ব্যবস্থা কায়েমের সংগ্রামে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানান।

জেলা সেক্রেটারি মাওলানা ইউসুফ হাবিবি তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ তায়ালা বিশ্ব মানবতার মুক্তির জন্য যে রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত করেছেন তা হল খেলাফত ব্যবস্থা। সুতরাং গণতন্ত্র, সমাজতন্ত্র সকল তন্ত্র-মন্ত্রের অবসান ঘটিয়ে খেলাফত ব্যবস্থা কায়েম করেই বিশ্ব মানবতার মুক্তির ব্যবস্থা করতে হবে।

সভাপতির বক্তব্যে মুফতি মামুন রাহমানী বলেন, এদেশের বীর বাঙালি ৪৭ সালে ব্রিটিশকে খেদিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। আবার ৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীকে সে দিয়ে পুনরায় স্বাধীনতা অর্জন করেছিল। সর্বশেষ 2024 এ পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে ভারতের তাবেদার হাসিনার স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করে চূড়ান্ত বিজয় অর্জন করেছে।

এখন আমাদেরকে বারবার ঠকলে হবে না। চিরস্থায়ী স্বাধীনতার জন্য আমাদেরকে এদেশে রাষ্ট্রব্যবস্থায় খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে।
কর্মসূচিতে অন্যন্যের মাঝে অংশগ্রহণ করেন মাওলানা ইউসুফ নেয়ামতপুরী, মাওলানা নুর উদ্দিন মাহমুদ, মাওলানা আইয়ুব আলী, মাওলানা মনসুরুল হক প্রমুখ।
সর্বশেষে তিনি সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী, গণমাধ্যম কর্মীসহ সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপনী ঘোষণা করেন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ