
রায়পুরা (নরসিংদী), ২২ আগস্ট ২০২৫
আগামী ৩ সেপ্টেম্বর রায়পুরার ইতিহাসে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে থানাজুড়ে প্রতিটি ওয়ার্ডে চলছে জোর প্রস্তুতি।
প্রস্তুতি তদারকির অংশ হিসেবে গতকাল অলিপুরা ইউনিয়নে এবং আজ শ্রীনগর ইউনিয়নে সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগরে অনুষ্ঠিত প্রস্তুতি সভা যেন রূপ নিয়েছিল এক জনসভায়। এ ব্যাপারে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানিয়েছেন, আগামীকালও আমিরগঞ্জ ও চর আড়ালিয়া ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
রায়পুরাবাসীর উদ্দেশ্যে নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন—আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং রায়পুরাকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলি।