নোয়াখালীতে মাওলানা ইলিয়াস হোসেন (রহঃ)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নোয়াখালী, ২২ আগস্ট ২০২৫, শুক্রবার
বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার উদ্যোগে সংগঠনের মজলিসে আমেলা সদস্য মরহুম মাওলানা ইলিয়াস হোসেন (রহঃ)-এর “জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান। সহ-সভাপতি মুফতি নুরুদ্দিন ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মুফতি আবরারুল হক আরিফ যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন। প্রধান বক্তা ছিলেন জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা খালেদ মাহমুদ

বেগমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা ফজলুল করিম ফয়সাল

সহ-সভাপতি মাওলানা আব্দুল হালিম ও মাওলানা ফখরুল ইসলাম

কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন

কবিরহাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এহসান উল্লাহ আবরার

মরহুম ইলিয়াস (রহঃ)-এর বড় শ্যালক মো. নুরুল আনোয়ার রিমন।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুব মজলিসের সংগঠন বিভাগের সম্পাদক হাফেজ আব্দুর রহমান, বায়তুল মাল বিভাগের সম্পাদক মুফতি ওয়ালী উল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান ও অফিস বিভাগের সহ-সম্পাদক মাওলানা ওমর ফারুক প্রমুখ।

বক্তারা তাঁদের আলোচনায় মাওলানা ইলিয়াস হোসেন (রহঃ)-এর আদর্শিক জীবন, দ্বীনের পথে তাঁর অবদান ও ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর জীবন ও কর্ম বর্তমান প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ