
[নিজস্ব প্রতিবেদক]
রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আহুত আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন সফল করার লক্ষ্যে আজ ফরিদাবাদ জামিয়ায় বাস্তবায়ন কমিটির পরামর্শ সভা ও উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদাবাদ জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস দা.বা.। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক আলেম-ওলামা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, খতমে নবুওয়তের সুরক্ষা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। এজন্য আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি।