রাজধানীর জোয়ার সাহারায় মসজিদ ও মন্দিরের জন্য জমি বরাদ্দ দিল রেলওয়ে

ঢাকা, ২৭ আগস্ট :
বাংলাদেশ রেলওয়ে রাজধানীর জোয়ার সাহারা মৌজায় দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে। বুধবার রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট পরিচালনা কমিটির হাতে বরাদ্দপত্র তুলে দেন ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মো. মহিউদ্দিন আরিফ।

বরাদ্দ পাওয়া ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ (৮৭৬০ বর্গফুট), আন-নূর-জামে মসজিদ (২৪০৫ বর্গফুট) এবং খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির (২৪৫০ বর্গফুট)। বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত প্রতীকী মূল্যে এসব জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মসজিদ-মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিরা।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ