সাবেক ছাত্রনেতা নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদের গভীর নিন্দা

বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন এক যুক্ত বিবৃতিতে বলেন—সাবেক ছাত্রনেতা নুরুল হক নূরের উপর সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়, ন্যাক্কারজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য ভয়াবহ হুমকি।

তাঁরা বলেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে প্রতিপক্ষের উপর এভাবে প্রকাশ্যে হামলা চালানো কোনো সভ্য সমাজে বরদাশতযোগ্য নয়। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ। নূরুল হক নূরের উপর এ হামলা আসলে দেশের শান্তিপ্রিয় তরুণ প্রজন্মের উপর আঘাত।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন—এই ধরণের জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হামলাকারীদের প্রশ্রয় দিচ্ছে কারা—এ ব্যাপারেও সরকারের দায়িত্বশীল মহলের সঠিক তদন্ত করা আবশ্যক।

তাঁরা আরও বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের উপর পূর্ববর্তী হামলা এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ভূমিকা এখনো জাতিকে হতবাক করে রেখেছে। একইভাবে নূরুল হক নূরের উপর সংঘটিত এই বর্বরোচিত হামলার ঘটনাও যদি অবহেলিত হয়, তাহলে তা গোটা জাতির জন্য অশনিসংকেত বয়ে আনবে।

সভাপতি ও সম্পাদক বলেন—উলামা পরিষদ মনে করে, ভিন্ন মত দমন করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা গণতন্ত্র ও আইনের শাসনের সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

স্বাক্ষরিত
মুফতি কামাল উদ্দিন
সভাপতি
বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

মুফতি নেয়ামতুল্লাহ আমিন
সাধারণ সম্পাদক
বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ