পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও বোঝাপড়া শক্তিশালী হলে দাওয়াতি কাজ আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে -এ বি এম সিরাজুল মামুন

কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের নিয়ে এক তরবিয়তী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান এবং পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফি।
দরসে কোরআন পেশ করেন মাওলানা হাবিবুর রহমান কাফি। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক বিশিষ্ট কৃষিবিদ জনাব মাহবুবুর রহমান এবং কুমিল্লা জোন পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন সিদ্দিকী।
প্রধান অতিথির আলোচনায় ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
“তিনি বলেন,পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও বোঝাপড়া শক্তিশালী হলে দাওয়াতি কাজ আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে”।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা.আবুবকর সিদ্দিকী, জেলা সহ-সভাপতি মাওলানা আদিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরী, ডা.আব্দুল ওয়াহ্হাব শিবলীসহ জেলা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ