৩০০ আসনেই যোগ্য প্রার্থীর অন্বেষণে জাতীয় পার্টি :রুহুল আমিন হাওলাদার

৩ সেপ্টেম্বর, বুধবার ২০২৫,ঢাকা
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এই লক্ষ্যে ইতিমধ্যে ৩০০ সংসদীয় আসনেই যোগ্য প্রার্থী অন্বেষণের কাজ শুরু হয়েছে। জাতীয় পার্টির ত্যাগী নেতাকর্মীদের পাশাপাশি সমাজে যারা সর্বজন সমাদৃত ও গ্রহণযোগ্য বিভিন্ন পেশাজীবী রয়েছেন তাদেরকেও জাতীয় পার্টির পতাকাতলে নিয়ে আসার জন্য কাজ করা হচ্ছে। এছাড়া যারা বিগত সময়ে নানা মান অভিমান করে দল ছেড়ে অন্যত্র চলে গেছে বা পার্টিতে নিষ্ক্রিয় হয়ে আছেন তাদেরকেও এক ছাতার নিচে এনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ার কর্মকাণ্ড সমান তালে চলছে। এই ঐক্যপ্রক্রিয়া মধ্য দিয়ে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টির মালিকানা তার তৃণমূলের নেতাকর্মীদের হাতে তুলে দেয়া হবে। কোন একক ব্যক্তির নেতৃত্বে আর কখনোই জাতীয় পার্টি পরিচালিত হবে না।
বুধবার সকালে গুলশানের নিজ কার্যালয়ে জাতীয় পার্টির বিভিন্ন নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন,
মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভুইয়া, মোঃ বেলাল হোসেন, মিজানুর রহমান দুলাল, জিয়াউর রহমান বিপুল, মাসুদ, আব্দুস সাত্তার।
এ সময় রুহুল আমিন হাওলাদার আরো বলেন, আমি প্রতিষ্ঠার লগ্ন থেকে জাতীয় পার্টির রাজনীতি করে আসছি। পল্লীবন্ধু এরশাদ আমাকে দীর্ঘ ১৭ বছর তার মহাসচিব রেখেছেন। দেশের প্রায় সকল জেলা উপজেলা আমি সফর করেছি। জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি সকলকে অনুরোধ করব আসুন মান অভিমান ভুলে আমরা দেশ দেশের বৃহত্তর স্বার্থে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে শক্তিশালী রূপে গড়ে তুলি। এদেশের ৫৪ বছরের ইতিহাসে পল্লীবন্ধু এরশাদের রাষ্ট্র পরিচালনা ছিল স্বর্ণযুগ। দেশের সাধারণ মানুষ এখন বলছে, এরশাদের সময় ভালো ছিলাম। এই ভালো সময় আবারও দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এরশাদের নয় বছরের শাসনামলের দেশ ও দেশের মানুষের জন্য করা যুগান্তকারী উন্নয়ন কাজগুলো আবারো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এজন্য সারা দেশে শহর বন্দরে গ্রামে পল্লীবন্ধু এরশাদের কর্মী সমর্থকদের ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য তুলতে হবে। আমার বিশ্বাস, আবারো দেশের মানুষ উন্নয়ন, অগ্রগতি সমৃদ্ধি, স্বস্তি, নিরাপত্তা এবং গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির রাষ্ট্র ক্ষমতায় আনবে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ