
ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫:
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনি ও সেক্রেটারি মাওলানা রাকীব হোসাইনের আহবানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি রাজধানীর পল্টনের খানা বাসমতি হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে কীভাবে কার্যকরভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং একটি রোডম্যাপ প্রণয়ন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—
ঢাকা-৮ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমাদ,
ঢাকা-১০ আসনের প্রার্থী মাওলানা ইলিয়াস হামিদী,
ঢাকা-৩ আসনের প্রার্থী জনাব হুমায়ূন আহমেদ মৃধা,
ঢাকা-৫ আসনের প্রার্থী মাওলানা এহসান আহমদ খান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবু সাঈদ নোমান এবং কেরানীগঞ্জের সহ-সভাপতি মাওলানা শোয়ায়েব আহমদসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।