আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে ‘চিন্তাঙ্গন’-এর আলোচনা সভা অনুষ্ঠিত

চিন্তাঙ্গন ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় রাজধানীর ভাটারার সাঈদনগরে অনুষ্ঠিত হয়েছে “চিন্তা আসর”। আলোচনার বিষয় ছিল— “আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি : প্রেক্ষিত বাস্তবতা ও সম্ভাবনা”।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও সংগঠক সুলতান মাহমুদ। বিশেষ আলোচক ছিলেন রাষ্ট্রচিন্তক ও চিন্তাঙ্গন, ঢাকা মহানগরের উপদেষ্টা, মুহাম্মাদ আবু হানীফ। সভায় সভাপতিত্ব করেন চিন্তাঙ্গন ঢাকা মহানগর উত্তরের পরিচালক আব্দুল্লাহ আল আরমান।

বক্তারা তাদের আলোচনায় বলেন, পিআর (Proportional Representation) পদ্ধতি রাজনৈতিক অংশগ্রহণকে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করতে পারে। একইসঙ্গে ফ্যাসিবাদ প্রতিরোধে শক্ত ভিত্তি গড়ে তুলতে এ পদ্ধতির প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা আলোচনা শেষে পিআর পদ্ধতির নানা দিক নিয়ে মতবিনিময় করেন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ