
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির পাশে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হবে।
সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে পাঠানো এ ত্রাণের মধ্যে থাকবে শুকনো খাবার, শিশুদের খাবার, ওষুধ, কম্বল, শীতবস্ত্র, তাঁবু ও বিশুদ্ধ পানীয় জল। এতে সহযোগিতা করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ একাধিক প্রতিষ্ঠান।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) মানবিক সহায়তা হিসেবে প্রায় দুই হাজার পোশাক অনুদান দিয়েছে। এছাড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান প্রান-আরএফএল গ্রুপও সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২,২০০ জনের বেশি নিহত এবং প্রায় ৩,৬০০ জন আহত হয়েছেন। ধসে গেছে হাজারো ঘরবাড়ি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে মানবিক সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
—ঠিক আছে, নিচে খবরের আকারে সাজিয়ে দিলাম—
—
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির পাশে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হবে।
সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে পাঠানো এ ত্রাণের মধ্যে থাকবে শুকনো খাবার, শিশুদের খাবার, ওষুধ, কম্বল, শীতবস্ত্র, তাঁবু ও বিশুদ্ধ পানীয় জল। এতে সহযোগিতা করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ একাধিক প্রতিষ্ঠান।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) মানবিক সহায়তা হিসেবে প্রায় দুই হাজার পোশাক অনুদান দিয়েছে। এছাড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান প্রান-আরএফএল গ্রুপও সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২,২০০ জনের বেশি নিহত এবং প্রায় ৩,৬০০ জন আহত হয়েছেন। ধসে গেছে হাজারো ঘরবাড়ি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে মানবিক সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।